খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

খালিশপুরে পরিত্যক্ত সম্পত্তি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদে পত্র, কার্যকর হয়নি একমাসেও

নিজস্ব প্রতিবেদক

নগরীর খালিশপুরে একটি পরিত্যক্ত সম্পত্তি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদে নোটিশ করার পরও তা এক মাসেও কার্যকর হয়নি। খালিশপুরের ওয়েষ্ট এন্ড জোন ১৭ নং রোডের সি-৪৭ নং সরকারী ঐ বাড়ির ২য় তলা অবৈধভাবে দখলে রেখেছেন বিভাগীয় কর অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহকারী আফরোজা সুলতানা।

তাকে উচ্ছেদে গত ৬ জানুয়ারী ২০২২ জেলা প্রশাসক, খুলনাকে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন পরিত্যক্ত ব্যবস্থাপনা বোর্ডের সদস্য-সচিব ও গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান।

একমাসের বেশী সময় পার হলেও অবৈধ দখলদার আফরোজা সুলতানা বহাল তবিয়তে বসবাস করছেন উক্ত বাড়িতে।

তথ্য সূত্রে জানা যায়, পরিত্যক্ত বাড়ি বরাদ্দ নীতিমালা ১৯৭২ এর বিধান মতে শহর এলাকায় নীজ নামে বা পোষ্যের নামে বাড়ি ঘর থাকিলে তিনি সরকারী বাড়িঘর বরাদ্দ পাবেন না। কিন্তু তথ্য গোপন করে গত ১৮ জানুয়ারী ২০০০ খ্রি. এপি/২৫৯১ নং পত্র মোতাবেক উক্ত বাড়ির ২য় তলা প্রথমে আফরোজা সুলতানার স্বামী তৎকালীন গণপূর্ত বিভাগ-২ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামানের নামে বরাদ্দ নেওয়া হয়। তার মৃত্যুর পর একইভাবে শহরে একাধিক বাড়ি থাকা সত্বেও আফরোজা সুলতানার নীজ নামে ২৭ জুলাই ২০০৪ খ্রি. এপি/২১৮০ নং পত্রের মাধ্যমে বরাদ্দ প্রাপ্ত হয়।

আফরোজা সুলতানার একাধিক বাড়ি থাকার বিষয়টি ফাঁস হলে ১৪ আগস্ট ২০১৬ খ্রি. অনুষ্ঠিত এপিএমবি’র ৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক মালিকানা যাছাইয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, খুলনার নির্বাহী প্রকৌশলীকে পত্র দেওয়া হয়। যাছাইঅন্তে আফরোজা সুলতানার নিজ নামে বাড়ি থাকার বিষয়টি প্রমাণিত হলে ১১ জুন ২০১৭ অনুষ্ঠিত এপিএমবি’র ৮৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক বসবাসকারী আফরোজা সুলতানা দুই বছর পরে অবসর গ্রহণ করবেন বিধায় ঐ সময়কালীন বসবাসের সুযোগ দেয়া হয়। সে মোতাবেক দুই বছর অতিক্রম হলে ০১ জুলাই ২০১৯ বরাদ্দ বাতিলপূর্বক ১ (এক) মাসের মধ্যে বাসার দখল হস্তান্তরের অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়। কিন্তু দুই বছরের বেশী সময় অতিক্রম করলেও বাসা হস্তান্তর না করায় ০২ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিত এপিএমবি’র ৮৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পুনরায় তিন মাসের সময় দিয়ে ০৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে বসবাসকারী আফরোজা সুলতানকে বাসা হস্তান্তরের জন্য নোঠিশ দেওয়া হয়।

এরপরও বাসাটি হস্তান্তর না করায় গত ০২ জুন ২০২১ তারিখ অনুষ্ঠিত পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ০৬ জানুয়ারি ২০২২ তারিখ ২৫.৩৬.৪৭০০.১২০.এপি-৪১(২),২০১৩-৮১/১(২) স্মারকে জেলা প্রশাসক, খুলনা বরাবর গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী কর্তৃক অবৈধ দখলদার আফরোজা সুলতানাকে উচ্ছেদ করার জন্য অনুরোধ জানিয়ে পত্র দেওয়া হয়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!