পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। আজ সকালে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা জানান, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে- পাহাড়ি সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করেছে।
খুলনা গেজেট/এনএম