খুলনায় দু’ কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় দু’জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার গভীর রাতে নগরীর ৫ নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শফি(২৫) ও মোঃ ফারুক খান(৩৮)।
র্যাবের প্রেস রিলিজের মাধ্যমে জানা গেছে, ১৪ আগস্ট রাতে খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম ও মোঃ তপুকে কলেজ ক্যাম্পাসের বিরোধের জের ধরে প্রতিপক্ষ ফোন করে ঘাট এলাকায় নিয়ে যায়। হত্যার উদ্দেশ্যে তাদের পেট, বুক, ঘাড়, পায়ে ও পুরুষাঙ্গসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে হত্যা চেষ্টার ঘটনায় ভিকটিমের পক্ষ থেকে বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা করে। এ ঘটনায় র্যাব-৬ আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২২ র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা চেষ্টা মামলার আসামিরা খুলনা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা আসামিদের গ্রেপ্তার করতে সোমবার রাত ৪ টার দিকে সময় খুলনা সদর থানাধীন ৫নং ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। মামলার এজাহারভুক্ত আাসমী শফি ও মোঃ ফারুক খানকে গ্রেপ্তার করে। পরে তাদের খুলনা রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এইচআরডি