কয়রায় মাদরাসার অধ্যক্ষকে ইউনিয়ন পরিষদে তুলে এনে পিটিয়ে জখমের মামলায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছে।
বুধবার ২৭ জুলাই কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক মোঃ দেলোয়ার হোসেন শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় র্যাব ৬ এর একটি টিম এস এম বাহারুল ইসলামকে আটক করে কয়রা থানায় হস্তান্তর করে। কয়রা থানা পুলিশ একই দিন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে বাহারুল ইসলামকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে উত্তরচক আমিনীয়া কামিল মাদরাসার কমিটিতে চেয়ারম্যানের নাম না দেওয়ায় ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাসুদুর রহমানকে তুলে এনে ইউনিয়ন পরিষদে পিটিয়ে জখম করে। এ ঘটনায় ভুক্তভোগী কয়রা উত্তরচক আমিনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো: মাসুদুর রহমান জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। একইসঙ্গে তিনি থানায় অভিযোগ দেন।
খুলনা গেজেট / আ হ আ