মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট মিনি ক্রিকেট টুর্ণামেন্টে আশাশুনির মধ্যম একসরা ইয়াংস্টার প্রভাতী যুব সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত ফাইনালে ৫ উইকেটে ভাই ভাই কিংসকে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্থানীয় একতা যুব সংঘ আট দলীয় এ টুর্ণামেন্টের আয়োজন করে।
ফাইনালে টসে জিতে ভাই ভাই কিংস প্রথমে ব্যাটিংয়ে নির্ধারিত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে। ৪৯ রানের টার্গেটে নেমে মধ্যম একসরা ইয়াংস্টার প্রভাতী যুব সংঘ ৬ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত রান সংগ্রহ করে। টুর্ণামেন্টের প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় খেলেন এবং নির্ধারিত ওভার ছিল ৭।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মধ্যম একসরা ইয়াংস্টার প্রভাতী যুব সংঘের তারেক রহমান এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হনে একই দলের সজিব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে ৩২ ইঞ্চি টিভিসহ বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলার মহারাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাওলানা মোঃ মাসুদুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য সেলিনা গাউস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ মালী। শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
খেলায় অংশগ্রহণকারী দলগুলো হলোঃ জয়পুর শিমলার আইট সবুজ সংঘ, মধ্যম একসরা ইয়াংস্টার প্রভাতী যুব সংঘ, বামিয়া সংঘ, জয়পুর ইয়াংস্টার ক্লাব, আঃ রউফ স্মৃতি সংঘ, সিনথিয়া এন্টার প্রাইজ, নোয়ানী যু্ব সংঘ ও ভাই ভাই কিংস।
সেমিফাইনালে নোয়ানী যু্ব সংঘ মুখোমুখি হয় মধ্যম একসরা ইয়াংস্টার প্রভাতী যুব সংঘের এবং ভাই ভাই কিংস মুখোমুখি হয় দক্ষিণ বামিয়া যুব সংঘের। খেলা পরিচালনা করেন একতা যু্ব সংঘের সভাপতি সাদ্দাম হোসেন জয়, আব্দুস সালাম ও শাহাবুদ্দিন।
খুলনা গেজেট/ টি আই