খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

কয়রায় দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুন) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ,  প্রানী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাহিন বিল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডঃ জিএম কেরামত আলী, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিতীশ মন্ডল, বিআরডিবি কর্মকর্তা হরশিত রায়, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন,আব্দুস সাত্তার পাড়,সরদার নুরুল ইসলাম, এইচ এম হুমায়ুন কবির, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু , বিআরডিবির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য শামীম হোসেন রোজেন, ধীরাজ কুমার রায়, সিপিপির ইউনিয়ন টিমলেডার এসএম মাসুম বিল্লাহ, শিক্ষক মশিউর রহমান মিলন প্রমুখ। কর্মশালায় সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!