খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত, আহত দুই
  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বিএনপি-জামায়াতের সতন্ত্র প্রার্থী হিসেবে জমা, জাপার নেই

কয়রায় চেয়ারম্যান পদে আ’লীগের একাধিক বিদ্রোহীসহ ৪২ জনের মনোনয়ন জমা

তরিকুল ইসলাম ও নিতিশ সানা

আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আওয়ামী লীগ থেকে দলীয় সাত প্রার্থীর বাইরেও প্রতিটি ইউনিয়নে একাধিক ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হওয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকও রয়েছেন। এছাড়া নৌকা প্রতীক জয়লাভ করা দুই প্রভাবশালী চেয়ারম্যানও এবার দলীয় প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

এদিকে বিএনপি নির্বাচনে না আসলেও বেশ কয়েকজন নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, জমার তালিকায় রয়েছে জামায়াতেরও কিছু নেতা-কর্মীর নাম।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন জমার শেষ দিন ১৮ মার্চ পর্যন্ত সাতটি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৩৩৮ জন। ২১টি সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ১১৪ জন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কয়রা সদরে ৪ জন, মহারাজপুরে ৮ জন, মহেশ্বরীপুরে ৫ জন, বাগালীতে ৭ জন, আমাদীতে ৬ জন, উত্তর বেদকাশিতে ৭ জন এবং দক্ষিণ বেদকাশিতে ৫ জন।

কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা : স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম (নৌকা), সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবিন (স্বতন্ত্র ) ও মোঃ ইমতিয়াজ উদ্দিন (স্বতন্ত্র )।

মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারা : উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাই যুবলীগ নেতা ও বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী, বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু (স্বতন্ত্র), আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ (নৌকা), এম আনোয়ার হোসেন (স্বতন্ত্র), উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাইদ বিশ্বাস(স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা এডঃ আব্দুর রাজ্জাক(স্বতন্ত্র), মতালেব হোসেন (স্বতন্ত্র), আবজাল হোসেন(স্বতন্ত্র), ও উৎপল কুমার সানা(সতন্ত্র)।

মহেশ্বরীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারাঃ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত নির্বাচনে বিদ্রোহী হিসেবে জয়লাভ করা বর্তমান চেয়ারম্যান বিজয় কুমার সরদার (স্বতন্ত্র), আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে শাহানেওয়াজ শিকারী (নৌকা), গেল নির্বাচনে ধানের শীর্ষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জিএম রফিকুল ইসলাম(স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা মোঃ রসুল সরদার(স্বতন্ত্র) ও ইব্রাহীম শিকারী (স্বতন্ত্র)।

বাগালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারাঃ উপজেলা আওয়ামী সহ-সভাপতি ও বিগত নির্বাচনে বিদ্রোহী হিসেবে জয়লাভ করা বর্তমান চেয়ারম্যান আব্দুস ছাত্তার পাড় (স্বতন্ত্র), সরকার দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিগত নির্বাচনে নৌকা নিয়ে পরাজিত আব্দুস ছামাদ গাজী(নৌকা), জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মোঃ ওয়ালিউল্লাহ (স্বতন্ত্র)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও দিয়েছেন সোহরাব হোসেন, মকবুল গাজী, আবুল হাসান খান, মোঃ শফিকুল ইসলাম।

আমাদি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারাঃ বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী বর্তমান চেয়ারম্যান আমের আলী গাইন (স্বতন্ত্র), দলীয় মনোনয়ন জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউর রহমান জুয়েল (নৌকা), মোঃ সাজ্জাদুল ইসলাম (স্বতন্ত্র), রেবেকা খাতুন(স্বতন্ত্র), জালাল উদ্দীন(সতন্ত্র) ও শফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

উত্তর বেদকাশিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারাঃ সরকার দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী, বর্তমান চেয়ারম্যান নূরুল ইসলাম সরদার(নৌকা), বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি সরদার মতিয়ার রহমান(স্বতন্ত্র), আবুল কালাম(স্বতন্ত্র), জামায়াত নেতা জি এম নূর কামাল(স্বতন্ত্র), শেখ লৎফর রহমান(স্বতন্ত্র), শাকিল আহম্মেদ(স্বতন্ত্র) ও স.ম. নজরুল ইসলাম(স্বতন্ত্র)।

দক্ষিণ বেদকাশিতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন যারাঃ দলীয় মনোনয়ন জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী, বর্তমান চেয়ারম্যান জি এম কবি শামছুর রহমান (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির ইউনিয়ন সভাপতি মনজুর আলম নান্নু, বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক গাজী সিরাজুল ইসলাম, মোঃ আছের আলী মোল্লা ও মোড়ল মিজানুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল আজ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৪ মার্চ।

খুলনা গেজেট/ টি আই/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!