কয়রায় রাতের আধারে গলায় ফাঁস দিয়ে সনোত মন্ডল (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর (সোমবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ মঠবাড়ি গ্রামের দোল মন্দির এর পাশে। সে ভূবোন মন্ডল এর ছোট পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব অনটনের কারণে গভীর রাত আনুমানিক ৩ টার সময় ঘুম থেকে উঠে মাছ ধরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় এবং মঙ্গলবার সকালে তার ঘরের পাশে রাস্তার ধারে শোজনা গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে মঠবাড়ি ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নিচে নামান।
মঠবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অভাব অনটনের কারণে আত্মহত্যা করেছে। তবে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।
কয়য়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।
খুলনা গেজেট/এনএম