খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে লক্ষীখোলা গ্রামে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে প্রতিপক্ষের হামলায় মোঃ সামাদ সরদার (৩৮) নামের এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছে ।
ভুক্তভোগীর পরিবার জানায়, সামাদ সরদার মাঠ থেকে কাজ করে নিজ বাড়ি ফেরার পথে প্রতিবেশী আবুল হাসানের বাড়ির সামনে পৌছালে পূর্ব শত্রুতার জেরধরে আবুল হাসান ও তার পরিবারের ৪/৫ জন মিলে সামাদ সরদারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হাসান পালিয়ে যায় এবং প্রতিবেশীরা সামাদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর জখম সামাদ সরদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে কয়রা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনার স্থান পরিদর্শন করেছেন।
খুলনা গেজেট/ এস আই