খুলনার কয়রায় বোরোর মাঠে বিদ্যুৎ দিয়ে অবৈধভাবে তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ তিন জন কৃষক আহত হয়েছেন।
তারা হলেন, বাগালি ইউনিয়নের বৈরাগীরচক মধ্যে পাড়া গ্রামের ভবতোষ সানা ও তার স্ত্রী স্বপ্না সানা এবং একই ইউনিয়নের বগা গ্রামের ব্রজেন মন্ডল।
শনিবার ৫ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাগালি ইউনিয়নের বামিয়া বৈরাগীর চক মধ্য পরা গ্রামে এঘটনা ঘটেছে। স্থানীয়রা জানতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবং মুমূর্ষু অবস্থায় ভবতোষকে কে খুমেক হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয়রা বাসিন্দা মিল্টন জানায়, সন্ধ্যায় বোরোর মাঠে সার ও কীটনাশক দিয়ে ভবতোষ ও তার স্ত্রী স্বপ্না ব্রজেনের বোরোর মাঠ দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় তার ফসলের মাঠে বৈদ্যুতিক তার টেনে তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ লাইন চালু করা হলে ভবতোষ ও তার স্ত্রী স্বপ্না দু’জন স্পৃষ্ট হয়। আর ব্রজেন টের পেয়ে তাদেরকে উদ্ধার করতে যেয়ে স্পৃষ্ট হয়।
উল্লেখ্য ১০ ফেব্রুয়ারি একই ইউনিয়নের গাজিনগর গ্রামে রাজা ও বাদশা বৈদ্যুতিক তার টেনে ইদুর মারা ফাঁদ তৈরি করে রাখায় খোকন মোড়ল (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়।
খুলনা গেজেট/ টি আই