খুলনা, বাংলাদেশ | ২৮ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪

Breaking News

  আড়াই ঘণ্টা চেষ্টার পর পুরোপুরি নিয়ন্ত্রণে বরিশাল শেরে ই বাংলা মেডিকেলের আগুন
  বিসর্জনে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

কয়রার ট্রিপল মার্ডার মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার ট্রিপল মার্ডার মামলার বাদীর সংবাদ সম্মেলনকে সমর্থন জানিয়ে তদন্ত হস্তান্তর ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্তসহ নিরীহ মানুষের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।

এলাকাবাসির উদ্যোগে আজ শুক্রবার(২৬ আগস্ট) দুপুর আড়াইটায় স্থানীয় ২নং বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন ।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, পূর্ব শত্রুতার জেরে এলাকার সাধারণ মানুষকে ফাঁসিয়েছে। এলাকার কথিত গুজব পরকিয়া নিয়ে এক রাতের ঘটনাকে কেন্দ্র করে নাটক সাজিয়ে মূল আসামিদের আড়াল করা হচ্ছে। অথচ পুলিশ যাচাই বাছাই না করেই আব্দুর রশিদ এর জবানবন্দি গ্রহণ করেছে। এক্ষেত্রে পুলিশ আব্দুর রশিদ এর সন্দেহের কারণ নিয়ে যাচাই বাছাই পূর্বক জবানবন্দি গ্রহণ করতে পারতো।

বক্তারা বলেন, আব্দুর রশিদ ও হাবিবুল্লাহ তক্ষক সাপ ও সিমানা পিলার এর ব্যবসা করতো। তারা খুব ঘনিষ্ঠ ছিলো। কিন্তু এলাকার লোকজন এ বিষয়ে ততটা অবগত ছিলো না।

বক্তারা বলেন, ওইদিন সন্ধায় হাবিবুল্লাহ এর বাড়ীতে অপরিচিত লোকজন এসেছিলো, অথচ পুলিশ সেদিকে তদন্ত করছে না। গ্রেপ্তার হওয়া আব্দুল ওহাব-তাসলিমা পরিবারের সাথে  সাইফুল্লাহ ইসলাম বাবলু ও শামিমুল ইসলাম অঞ্জন’র পরিবাবের জমি-জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা একে অপরের সাথে কথাও বলে না। তারা কিভাবে একসঙ্গে হয়ে এরকম একটি জঘন্যতম অপরাধে জড়াতে পারে?

সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের জন্য মামলাটি পিবিআই অথবা সিআইডির নিকট হস্তান্তরের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আব্দুর রশিদ মূল ঘটনাটি আড়াল করতেই এই পরকিয়া ঘটনাটি সাজিয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!