বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। এসব করে বিরোধীদলের আন্দোলন দমানো যাবে না।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনে যারা জড়িত তাদের সবারই বিচার করা হবে। সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত এটা সবাই জানে। নিজেরা কিছু না করে শুধু বিরোধীদলের উপর দোষ চাপাতে ব্যস্ত সরকার।
রিজভী বলেন, গত ৭ জানুয়ারি গণবর্জিত ডামি নির্বাচনের পর দেশ এক গভীর সংকটে পতিত হয়েছে। চিহ্নিত কতিপয় পুলিশ, আমলা, আর সরকারী দলের টাকা পাচারকারী সুবিধাভোগী দুর্নীতিবাজ মাফিয়া চক্র ছাড়া দেশের ৯৫ ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকারের বিপক্ষে। চর দখলের মতো আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলের মুখে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণকে ক্রীতদাসে পরিণত করার চক্রান্ত চলছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা ব্যতিত প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে। মানুষের জান-মাল ও জীবন-জীবিকার কোন নিরাপত্তা নেই। নারী-শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করেছে। নতজানু সরকারের কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখন হুমকির মুখে পড়েছে।
খুলনা গেজেট/এনএম