খুলনা, বাংলাদেশ | ৩০ আশ্বিন, ১৪৩১ | ১৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, শনাক্ত ১১০৮
  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
  বুধবার থেকে ডিমের নতুন দাম কার্যকর হবে : ভোক্তা ডিজি
  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হবে সরকার : শ্রম উপদেষ্টা
  এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; পাশের হার ৭৭.৭৮
খুলনায় গণ-মিছিল পূর্ব সমাবেশ

ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। দেশের উন্নয়নের জোয়ার বইছে, আওয়ামী লীগের এই দাবি সত্য হলে অবাধ নির্বাচনের মাধ্যমে ভোট করতে সরকারের বাঁধা কোথায় ? জানতে চান তিনি।

শনিবার (২৪ ডিসেম্বর) খুলনায় বিএনপি’র গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মঈন খান।

নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরকে ইতিহাসের কিছু সত্য জানাতে এখানে এসেছি। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় থাকতে একটি নির্বাচন দেই। এরপর আর একটি নির্বাচন হয়, যার আগে পল্টনে এমন একটি সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন।

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে দাবি করে তিনি বলেন, ক্ষমতাকে তুচ্ছ করে তৎকালীন প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন। এমন আর একটি নজির স্থাপনের জন্য তিনি আজকের সরকারের প্রতি আহবান জানান।

কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ দশ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে কেন্দ্র ঘোষিত এই গণমিছিল কর্মসূচীর আয়োজন করে।

ড. মঈন খান বলেন, দু’টি মূল উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম। একটি গণতন্ত্র, অন্যটি অর্থনৈতিক মুক্তি। আজ দেশে অলিখিত একদলীয় শাসন চলছে। ১৭ কোটি মানুষ তাদের সব অধিকার হারিয়েছে। পাকিস্তান আমলে ২০টি পরিবার দেশের সম্পদ লুন্ঠন করেছিল। আজ দুই’শ পরিবার দেশের সব সম্পদ লুটে নিয়ে বিদেশে পাঁচার করছে, বেগমপাড়া তৈরী করছে। তাহলে ৭১’এ আমরা কেন যুদ্ধ করেছিলাম? প্রশ্ন রাখেন তিনি।

আওয়ামী লীগ শ্লোগান তুলেছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাদের এই নীতিতে ফিরে আসার একান্ত অনুরোধ জানিয়ে মঈন খান বলেন, মানুষকে স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ দিন। এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে একটি তত্ত্বাবধায়ক সরকার এবং স্বাধীন নির্বচন কমিশন গঠন করতে হবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকলের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলাসমূহ প্রত্যাহার করে তাদের মুক্তির জোর দাবি জানান।

খুলনা মহাগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও খান রবিউল ইসলাম রবি। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আমীর এজাজ খান, মোঃ তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, সৈয়দা রেহানা ঈসা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল প্রমুখ।

সমাবেশ শেষে এক মিছিল থানার মোড় থেকে শুরু হয়ে কেসিসি মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে সকাল থেকেই কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয় এবং সংলগ্ন এলাকা, সোসাইটি সিনেমা মোড়, কেসিসি মার্কেট, ডাকবাংলা, ফেরীঘাট মোড় সহ গুরুত্বপূর্ণ সকল মোড় ও পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। একই সাথে মোতায়েন ছিল রায়ট কার ও জলকামান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!