খুলনা, বাংলাদেশ | ৯ কার্তিক, ১৪৩১ | ২৫ অক্টোবর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৯
  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিন্ধান্ত
  তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তিন রিভিউ আবেদনের শুনানি ১৭ নভেম্বর

কোমলমতি শিশুদের নৈতিক শিক্ষা অর্জনে অবদান রাখছে ‘আল হিরা মাদ্রাসা’

একরামুল হোসেন লিপু

নগরীর খানজাহানআলী থানার ফুলবাড়িগেট কুয়েট রোডে অবস্থিত আল হিরা মাদরাসা কোমলমতি শিশুদের সহীহ কুরআন তিলাওয়াত ও ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জনে বিশেষ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটি ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় করে প্লে থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের এবং ষষ্ঠ শ্রেণি থেকে মেয়েদের পৃথক শাখার মাধ্যমে দীর্ঘ ১৫ ধরে সুনামের সাথে শিক্ষা দান করে চলেছে।

২০০৫ সালে মাওলানা নূর সাঈদ, মোঃ রেজাউল কবির, মোঃ কামরুজ্জামান উজ্জল ও মাওলানা হাবিবুর রহমান নামে ৪ জন মধ্যবয়সী যুবক মিলে শিশুদের ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করানোর লক্ষে দ্বিতল একটি বিল্ডিং ভাড়া নিয়ে ‘আলহিরা মাদ্রাসা’ নামে সেমি-এ্যারাবিক এন্ড ইংলিশ মিডিয়াম এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। শুরুতে প্লে, নার্সারী, ১ম এবং ২য় শ্রেনীতে ৩৭ জন ছাত্র ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা আড়াই শতাধিক। শুরু থেকে প্রতিষ্ঠানটির ৮৭ জন ছাত্র ছাত্রী প্রাথমিক বৃত্তিসহ অন্যান্য পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ন হয়েছে।

প্রতিষ্ঠানটিতে পবিত্র কুরআনুল কারীম সহীহ তেলাওয়াত ও পর্যায়ক্রমে সেটা মুখস্থ করানোর কৌশল এবং পদ্ধতি শেখানো হয়। মাছনুন দোয়া শেখানো ও গুরুত্বপূর্ন দোয়া সূরা সমূহ অর্থসহ মুখস্থ করানো, আরবি ইংরেজি গ্রামার যত্নসহকারে পড়ানো এবং উভয় ভাষার কথোপকথনের প্রশিক্ষণ দেওয়া হয়। রাসুল (সঃ) এর ৪০ টি হাদিস অর্থসহ মুখস্থ করানো হয়। ছাত্র-ছাত্রীদের হিফজ পড়ার উপযোগী করে তৈরি করা হয়। স্বাস্থ্য বিষয়ে সু-শিক্ষা প্রদানসহ মাতৃস্নেহে শিশুদের শিক্ষা দান এবং বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়।

এ সবের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে পরিকল্পিত পাঠদান পদ্ধতি ও পরীক্ষা নীতি গ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, মেধার বিকাশ, জ্ঞানের সমৃদ্ধি, দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা, আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর ও নৈতিক শিক্ষা দানের মাধ্যমে সৎ, চরিত্রবান ও দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়।

প্রতিষ্ঠানটিতে বর্তমান প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা এহসানুল হক। যিনি ইসলামী শিক্ষায় যথেষ্ট পারদর্শী। ৭ সদস্য বিশিষ্ট মাদরাসা পরিচালনা কমিটি প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছেন। ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম আজিজুর রহমান স্বপন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!