খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান চাকুরী থেকে অবসর গ্রহণ করায় কেসিসির ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১২ টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মনিরজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেসিসির প্রধান প্রকৌশলী এজাজ মোরশেদ, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান, কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির উপদেষ্টা আশরাফ আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা গাজী।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খানের চাকুরী জীবনে স্মৃতিচারণ করেন। এসময় পুরো অনুষ্ঠান স্থল আবেগময় হয়ে উঠে। সবার দু’চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। অশ্রুসিক্ত হয়ে দায়িত্ব পালনকালে কারো কোনো ভুল থাকলে একে অপরকে ক্ষমা করে দেওয়া আহবান জানান।
উপস্থিত ছিলেন বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী জাহিদ হাসান শেখ, সহকারী প্রকৌশলী মাসুদ করিম, মো: হোসেন, সংগঠনের সহ-সভাপতি খান জাহিদুল ইসলাম, ঠিকাদার হানিফ হাওলাদার, মেজবাউল হক পিন্ট, আব্দুল মালেক, মাসুদুর রহমান বিশ্বাস, জাকির হোসেন, আরিফ হোসেন আরা, আব্দুস সালাম, তাজুল ইসলাম, আকবর হোসেন মাতবর, বাবু, নজরুল, জাহিদুল খলিফা, তরিকুল আলম, বাবলু, রিপন, কবির, আযম, ফরহাদ হোসেন প্রমুখ।