খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, কয়েকজন আহত; যাত্রীবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

কেশবপুরে সহকারী শিক্ষক মাসুদের বিরুদ্ধে অভিযোগের বিভাগীয় তদন্ত সম্পন্ন

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ নুরুজ্জাম মাসুদের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। আজ রবিবার ( ৬ নভেম্বর) সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা-এর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ১৮ নং শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ নুরুজ্জাম মাসুদের বিরুদ্ধে বিদ্যালয়ে উপস্থিত না হয়ে, নিয়মিত শ্রেণী কক্ষে পাঠদান না করে বিভিন্ন সময়ে সার্ভেয়ারের কাজ করে থাকেন। তাছাড়া বাড়ির পার্শে স্কুল থাকায় রাজনৈতিক দলের স্বক্রীয় সদস্য হিসাবে বিভিন্ন মিটিং মিছিল সালিশ জমাজমি সংক্রান্ত বিভিন্ন মিমাংসা বৈঠকে অংশ নিয়ে থাকে। যার কারণে শ্রেণী কক্ষে পাঠদানে দারুণ ব্যহত হয়ে থাকে। পাত্রপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র বছির উদ্দীনের অভিযোগের ভিত্তিতে গতকাল রবিবার সকালে কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায় বিদ্যালয়ের অফিস কক্ষে উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত করেন।

এদিকে শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ নুরুজ্জাম মাসুদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা সহ অভিযোগ হয়েছে। এরমধ্যে পাত্রপাড়া গ্রামের বছির উদ্দীন বাদী হয়ে যশোর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ফৌঃ কাঃ বিধির ১০৭/১১৪/১১৭ (সি) ধারায় মামলা দায়ের করেন যার নং ৪৯৮/২২। বিজ্ঞ আমলী আদালত যশোর-এ ৪৪৭/৪৪৮/৩২৩/৩৫৪/ ৫০৬ ধারায় মামলা নং সি আর- ২৪৪/২২। যশোর সহকারী জজ আদালত দেওয়ানী মামলা নং ২৯৩/২২। মতিয়ার রহমান বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট আদালত যশোর-এ ১৪৪/১৪৫ ধারায় মামলা যার নং ৮৯৯/২২ এবং পাত্রপাড়া গ্রামের রশিদা খাতুন বাদী হয়ে ১০৭/১১৪/১১৭(সি) ধারায় মামলা দায়ের করেন যার নং- ৭০৪/২২।

এব্যাপারে সহকারী শিক্ষক শেখ মোঃ নুরুজ্জাম মাসুদ বলেন, গত ইউপি নির্বাচনে বিরোধের জের ধরে আমাকে হয়রানি করার জন্য উদ্দেশ্য মূলকভাবে একাধিক মামলা ও অভিযোগ করেছে। আমি পেশাগত দায়িত্ব ঠিক মতো পালন করে থাকি।

শিকারপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ নুরুজ্জামান মাসুদের বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেশবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায় সাংবাদিককে বলেন, রবিবার বিদ্যালয়ের অফিস কক্ষে উভয় পক্ষকে নিয়ে তদন্ত সম্পন্ন হয়েছে। যার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের দপ্তরে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!