কেশবপুরে জমি জমার বিরোধের জের ধরে হাফিজুর রহমানকে হাতুড়ীপেটার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবককে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কেশবপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কেশবপুরে ধর্মপুর গ্রামের মৃত শাহেদ আলী সানার ছেলে হাফিজুর রহমানের সাথে প্রতিবেশী মফিজ উদ্দীন সানার ছেলে সেলিম সানার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার সন্ধায় ধর্মপুর মোড়ে বনুর চায়ের দোকানের সামনে
কতিপয় দুর্বৃত্তরা জেটবদ্ধ হাফিজুরকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ী ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত হাফিজুরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় হাফিজুরের ভাই সহিদুল ইসলাম সানা বাদী হয়ে মঙ্গলবার ৮ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের নামে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেস।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন জানান, মারামারির ঘটনায় একটি এজাহার পেয়েছি, তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/এসজেড