যশোরের কেশবপুরে মানুষের মাঝে করোনা টিকা নেয়ার আগ্রহ বেড়েছে। এ পর্যন্ত টিকা নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩০৮ জন। তবে মাস্ক ব্যবহারে মানুষের মাঝে চরম উদাসীনতা রয়েছে।
কেশবপুর উপজেলায় গত ৪২ দিনে করোনা পজিটিভ কোন রোগী পাওয়া যায়নি। তারপরেও মানুষের মাঝে করোনা টিকা নেওয়ার আগ্রহ ব্যাপক হারে বেড়েছে। হাসপাতাল পরিদর্শনে জানা গেছে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষ করোনা টিকা গ্রহণ করছেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে, গতকাল হাসপাতালে করোনা টিকা গ্রহণ করেছে ১ হাজার ৫৫০ জন। এ পর্যন্ত করোনা টিকা নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছে ১ লাখ ২৪ হাজার ৩৭৫ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৯৩ হাজার ৫৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৭৩০ জন। গত এক মাসে করোনা মহামারি আতংকে নমুনা সংগ্রহ করা হয়েছে (RTPCR) ল্যাবে-২ হাজার ৪৮০ ও (RTA) হাসপাতালে ১ হাজার ৬২৫ জন।
সুত্র আরও জানায়, কেশবপুর উপজেলায় গত ৪২ দিনে করোনা পজিটিভ কোন রুগী পাওয়া যায়নি। তবে উপজেলা শহরে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা বেড়েছে।
স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা পাওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, খুব শিঘ্রই স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে। সামনে শীত মৌসুমে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ার আশংকা রয়েছে। এজন্য মাস্ক ব্যবহারের ক্ষেত্রে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো খুব প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
খুলনা গেজেট/ টি আই