যশোরের কেশবপুরে দু’পক্ষের সমঝোতায় নির্মিত ইটের সলিং রাস্তা রাতের আঁধারে গুড়িয়ে দিয়েছে এলাকার একদল দূুর্বৃত্ত। এঘটনায় এলাকাবাসির পক্ষে স্থানীয় মেম্বর বাদী হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় উপজেলার কালিচরনপুর গ্রামের দীর্ঘদিনের বিরোধপূর্ণ গলিপথের সমস্যা সমাধানে স্থানীয়ভাবে শালীশ বৈঠাকে বসেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মুনজুর রহমান,ইউপি সদস্য অসীম বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শালিশে দু’পক্ষের সম্মতিতে বিরোধপূর্ণ ঐ গলিপথটি নিজস্ব অর্থায়নে পাকা করণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় চেয়ারম্যানের-মেম্বর ও গ্রামবাসির উপস্থিতিতে ঐ গলিপথে ইটের সলিং এর কাজ শুরু হয়। ঐ গলি পথের ইটের সলিং এর আংশিক কাজ সম্পন্নের পর সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বর ও এলাকাবাসি স্থান ত্যাগ করলে এলাকার মনোরঞ্জন মন্ডল, পংকজ মল্লিক, বিথিকা মল্লিক ও রুবি মন্ডলসহ একদল দূর্বৃত্ত ঐদিন রাতের আঁধারে নির্মিত ইটের সলিং রাস্তাটি গুড়িয়ে দেয়।
এব্যাপারে স্থানীয় মেম্বর আসীম বিশ্বাস এই প্রতিনিধিকে জানান, উল্লেখিত দুর্বৃত্তরা নির্মিত গলি পথটি গুড়িয়ে দিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে এলাকার নিরীহ মানুষের বিরুদ্ধে থানায় মিথ্যা ও হয়রাণিমূলক একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
এব্যাপারে ৮নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মুনজুর রহমান জানান, নির্মিত একটি সলিং রান্তা রাতের আাঁধারে এই ভাবে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি আসলে দুঃখজনক। এই ঘটনায় গ্রামবাসির পক্ষ থেকে স্থানীয় মেম্বর অসীম বিশ্বাস বাদী হয়ে পরিষদে একটি লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা বলে তিনি জানান।
খুলনা গেজেট/ টি আই