খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

কেশবপুরে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। আজ (১৭ জুলাই) নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ১১ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। শুক্রবার রিপোর্টে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় ৬৯ জন আক্রান্ত হয়। বর্তমানে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে
আইসোলেশনে রয়েছে। সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত্যু হয়েছে ২ জনের।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, গত ১৫ জুলাই ১১ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। শুক্রবার রিপোর্টে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত উপজেলায় ৬৯ জন আক্রান্ত হয়। বর্তমানে ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ জন। মৃত্যু
হয়েছে ২ জনের।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!