খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর ১৪০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

“জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগান সামনে রেখে কেশবপুরে দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া ১৪০শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতারণ ও উদ্বুকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলিতের বাস্তবায়নে রবিবার সকালে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতায় দলিত জনগোষ্ঠীর ঝরেপড়া শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাইর্টস অব দলিত কর্মসূচির ফোকাল পার্সন উত্তম কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর থানার তদন্ত ওসি খান শরিফুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও যশোর জেলা দলিত যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, রাইটস অব দলিত’র প্রকল্প কর্মকর্তা আনজুমান আরা, মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, সুজন কুমার দাস, দলিত শিক্ষার্থী পুষ্পিতা দাস, হান্না দাস প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা দলিত যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিস্টু দাস , সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কাল বেলার সাংবাদিক শ্যামল, যুগ্ন সাধারণ সম্পাদক রিপন সরকার , মহিলা বিষয়ক সম্পাদক দীপা সরকার , প্রচার সম্পাদক বাদল দাস- সহ দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীর অভিভাবক ও ১৪০ শিক্ষা উপকরণভোগী শিক্ষার্থী।
.




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!