যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই আতোশবাজিসহ বিক্রেতা তাপস কুন্ডুকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে। সে খুলনার মৃণাল কুন্ড’র ছেলে। কেশবপুর পাঁজিয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতো তাপস।
কেশবপুর থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ২ নভেম্বর রাতে র্যাবের একটি বিশেষ টিম গোপন সূত্রে সংবাদ পেয়ে কেশবপুর শহরের সোনাপোট্টীর মুদি ব্যবসায়ি তাপস কুন্ডুর দোকানে অভিযান চালিয়ে শ্যামা পূজা উপলক্ষে আমদানি করা বিপুল পরিমাণ চোরাই ভারতীয় আতোশবাজি উদ্ধার করে। এরমধ্যে গুটি পটকা ৯০ প্যাকেট, কালী পটকা ১৭শ’ প্যাকেট, সাধারণ পটকা ৪১০ প্যাকেটসহ বিভিন্ন ধরণের আতোশবাজী ছিল। জানা যায়, উদ্ধার করা আতোশবাজির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দানকারী কর্মকর্তা নায়ক সুবেদার আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ৩।
আটক ব্যবসায়ী তাপসকে কেশবপুর থানায় সোর্পদ করা হয়। কেশবপুর থানার কর্তব্যরত এসআই রহমত জানান, আটক তাপসকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই