‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ এ শ্লোগানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) যশোরে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শীর্ষ নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
এনসিপির কার্যনির্বাহী কমিটি ঘোষণার পর এটাই হবে যশোরে দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে প্রথম সমাবেশ। আজ সন্ধ্যায় যশোরে পৌঁছাবেন জাতীয় নেতৃবৃন্দ। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে পথসভা। এসব সমাবেশ ও পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। সমাবেশস্থল যশোর শহরের ঈদগাহ মোড় ও আশপাশের সড়কে নির্মাণ করা হচ্ছে তোরণ। টাঙানো হচ্ছে প্যানাবোড।
দলের কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল বলেন, এই পথসভা ও সমাবেশকে কেন্দ্র করে শহর থেকে মফস্বল পর্যন্ত জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। গণঅভ্যুত্থানের নায়কদের এক পলক দেখতে ও তাদের কথা শুনতে যশোরের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।
কর্মসূচি বিষয়ে তিনি জানান, আজ সন্ধ্যা ছয়টায় বাঘারপাড়ার চাড়াভিটা মোড়ে নেতৃবৃন্দকে অভ্যর্থনা জানানো হবে। পরে সাড়ে ছয়টায় বাঘারপাড়া মোড় ও সাড়ে সাতটায় খাজুরা তেল পাম্পের সামনে পথসভায় যোগ দেবেন নেতৃবৃন্দ। রাত সাড়ে আটটায় শহরের নিউমার্কেট হয়ে দড়াটানা থেকে মণিহার পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন নেতারা।
আগামীকাল শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও যশোর রেল রোড মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে পদযাত্রা নিয়ে শহরের ঈদগাহ মোড়ের সমাবেশে যোগ দেবেন নেতৃবৃন্দ।
সমাবেশকে সফল করতে যশোর জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ জানান, এই সমাবেশে ৪০ থেকে ৬০ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম