কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাসহ জাকির হোসেন ফকির নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কেশবপুর থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ফকিরকে (২৮) মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সে পৌর শহরের আলতাপোল এলাকাকার আবু তাহের বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জাকির হোসেন ফকির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
খুলনা গেজেট/এ হোসেন