খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন বাগেরহাট সদরের সাধনার মোড় এলাকার মৃত: তন্ময় কুমার সেনের ছেলে বিশ্বজিৎ সেন (৩৫) এবং পিরোজপুর জেলার কাউখালী থানার কাঠালিয়া এলাকার ইমাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
খুলনা গেজেট/এনএম