খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল ফেন্সিডিল এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন জেলার রূপসা উপজেলার রামনগর এলাকার মোঃ ইমাম মোল্লার ছেলে আছাদুজ্জামান লিটন (৪২), পিরোজপুর জেলার নাজিরপুর থানার কুমারখালী মোল্যাবাড়ী এলাকার মোঃ নিজাম মোল্যার মোঃ জামিনুল ইসলাম বাচ্চু (৩০), যশোর জেলার কোতয়ালী মডেল থানার হালসা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোছাঃ রবেলা বেগম (৫৫), সাতক্ষীরার আশাশুনি গুনাকরকাঠী দঃ পাড়া এলাকার আব্দুস সালাম মোল্যার ছেলে আবু হাসান (২৫) এবং সোনাডাঙ্গা মডেল থানার সবুজবাগ এলাকার মোঃ আবু বক্কর সিদ্দিকীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৫)।
খুলনা গেজেট/এনএম