খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ২জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার সামছুল হাওলাদারের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং সোনাডাঙ্গার গাজী বাড়ি এলাকার মৃত: আলী আকবর খন্দকারের ছেলে মোঃ আবুল হাসেম খন্দকার (৫০)।
খুলনা গেজেট/এনএম