খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ২৬ মার্চ (শুক্রবার) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন ও আবাসিক হল সমূহে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। সকাল পৌনে ১০ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা এবং আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান (অনলাইনে)। উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এনএম