খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কলারোয়ায় সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়া প্রতিনিধি

হেলথকেয়ার এর সৌজন্যে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে বৃহস্পতিবার (৭মার্চ) বিকালে সারজিল ফ্রেন্ডশিপ কাপ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম কলারোয়া ফারিয়া। টসে জয়লাভ করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১১৮/৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ডাঃ রনজিৎ হালদার সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করে এবং ফারিয়ার পক্ষে আলমগীর ২ টা উইকেট লাভ করে। জবাবে কলারোয়া ফারিয়া নির্ধারিত ওভারে ১১৩/৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে। দলের পক্ষে সুকুমার ৩০ রান সংগ্রহ করে এবং স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষে বোলার সুব্রত ৩ টি উইকেট লাভ করে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটার নির্বাচিত হন ডাঃ রনজিৎ হালদার, সেরা বোলার ফারিয়ার মো. আলমগীর হোসেন, সেরা ফিল্ডার স্বাস্থ্য কমপ্লেক্সের সুব্রত কুমার নির্বাচিত হন।

খেলাটি উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, ডাঃ সাল সাবিল হোসাইন দ্বীপ্তি, মো. সালাউদ্দিন, রেজাউল করিম লাভলু সহ বিপুল সংখ্যক দর্শক। হেলাথকেয়ার এর এরিয়া ম্যানেজার মো. আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় ওই ম্যাচ টি পরিচালিত হয়।

ম্যাচ পরিচালনা করেন ফারুক হোসেন স্বপন ও মো. জাহাঙ্গীর হোসেন, ৩য় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা রিগ্যান, স্কোরারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!