সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে বিভিন্ন প্রকল্পের অনিয়ম হয়েছে মর্মে কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা দাবী করা হয়। ওই টাকা না দিতে পারায় কিছু কু-চক্রি ব্যক্তি সাতক্ষীরার একটি পত্রিকায় ২০১৯ সালের পুরাতন প্রকল্পের কাজের কথা তুলে ধরে সংবাদ প্রকাশ করে চলেছে এবং মানসম্মান নষ্ট করেছে। এঘটনায় তিনি কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার ডায়েরী নং-১৪৮৩।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান বলেন তিনি ৭বছর ধরে সুনামের সাথে কলারোয়ায় কর্মরত আছেন। বেশ কিছু দিন ধরে কয়েকজন অসাধু ব্যক্তি আমার ক্ষয়ক্ষতি করার জন্য মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন। তাদের অনেক কথা রেকর্ডও রয়েছে। এমনকি তাদের প্রলোভনে পড়ে সাতক্ষীরার সুপ্রভাত পত্রিকা একাধারে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে আসছে। যা তার মানসম্মান ক্ষুন্ন করেছে।
তিনি এই ঘটনায় জড়িতদের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরী করেন। থানা পুলিশ সাধারণ ডায়েরীটি আমলে নিয়েছেন।
খুলনা গেজেট/কেএ