সাতক্ষীরার কলারোয়ায় কালভার্ট বন্ধ করে আমন ধান, ঘরবাড়ি, পুকুরের মাছ বিনষ্টকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার কলরব প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা সড়কের এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শেখ শহিদুল ইসলাম, কবি আজগর আলী, পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম, শাহাজাহান মোড়ল, মোশারফ হোসেন, মতিয়ার রহমান, জিয়াউর রহমান, হযরত আলী খাঁ, ওয়াজেদ আলী গাজী, জিয়াদ মোল্লা প্রমূখ। এ সময় কলারোয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ড মুরারীকাঠির ক্ষতিগ্রস্ত কৃষকগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাঠি হাবুজেলের দুই ওয়ার্ডের একমাত্র পানি নিষ্কাশনের কালভার্টটি বন্ধ করে দেয় ৭ নং ওয়ার্ডের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তাঁর সাঙ্গ-পাঙ্গরা। দীর্ঘদিন কালভার্ট বন্ধ থাকার ফলে ৮নং ওয়ার্ডের সাধারণ কৃষকের আমন ধান, ঘরবাড়ি, পুকুরের মাছ নষ্ট হয়ে যায়। তারা ফসল বিনষ্টকারী শহিদুল ইসলাম সহ জড়িত সকল দুঃস্কৃতিকারীদের শাস্তির দাবি জানান বক্তারা।
খুলনা গেজেট/এনএম