সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়া বাজার সংলগ্ন নির্মিত গণশৌচাগারটি তালাবদ্ধ রয়েছে কয়েক বছর ধরে। এতে করে ভোগান্তিতে রয়েছে বাজারে সেবা নিতে আসা জনসাধারণসহ বাজার ব্যবসায়ীরা। এদিকে চাপ লাগলে বেসামাল হয়ে অনেকেই বাজার বা সড়কের পাশেই বসে পড়েন। বাজার কর্তৃপক্ষ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অবহেলার কারণেই গণশৌচাগারটি তালাবদ্ধ রয়েছে বলে অনেকে দাবি করেন।
প্রায় ৪মাস পূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন বাজার কমিটির এক মিটিং এ বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই তালা খুলে গণশৌচাগারটি উন্মুক্ত করে দেয়া হবে। চেয়ারম্যানের সেই মিটিং এর ৪ মাস পূর্ণ হয়ে গেলেও গণশৌচাগারটি আজও উন্মুক্ত করে দেয়া হয়নি।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, বিষয়টি আসলেই দুঃখজনক।
উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী বলেন, প্রায় ৬/৭ বছর পূর্বে সোনাবাড়ীয়া বাজারে ১০থেকে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় আধুনিক গণশৌচাগারটি। কি কারণে বন্ধ রয়েছে তা তিনি বলতে পারবেন না।
এলাকাবাসী অবিলম্বে গণশৌচাগারটির তালা খুলে দেওয়ার জন্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।