কলম দিয়ে ব্যক্ত করি আমার মনের কথা
কলম আমার স্বপ্ন-আশা কলম স্বাধীনতা।
কলম দিয়ে সত্য লিখি কলম প্রিয় সাথী
কলম আমার অমূল্য ধন আঁধার পথের বাতি।
কলম আমার এক পৃথিবী কলম ভালোবাসা
কলম আমার প্রতিবাদের শক্তিশালী ভাষা।
কলম আমার প্রশ্নের উত্তর কলম ছড়ায় আলো
এই কলমের লেখা পড়ে মুছি মনের কালো।
কলম আমার শক্তি-সাহস বড় অস্ত্র হাতে
যেখানে যাই কলম বন্ধু থাকে আমার সাথে।
এই কলমের কালি দামি কলম চোখের মনি
কলম আমার সফলতা ভালোবাসার খনি।
কলম দিয়ে গল্প লিখি ছড়ার পাহাড় গড়ি
কলম নিয়ে এই সমাজে বীরের মতো লড়ি।
কলম আমার শান্তি ও সুখ কলম যখন চলে
কোনো বাধা মানে না আর সবার কথা বলে।
খুলনা গেজেট/এইচ