গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুনভাবে শনাক্ত হয়েছে আড়াই লাখের মতো মানুষ।
মোট প্রাণহানি দাঁড়ালো ৭ লাখ ৬৮ হাজারের কাছাকাছি। সবমিলিয়ে আক্রান্ত সোয়া দুই কোটির বেশি। দিনের হিসাবে, সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। ১ হাজার ৭১ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি এক লাখ ৭৩ হাজারের মতো। ২৪ ঘণ্টায় আরও ৫৩ হাজার রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
দৈনিক সংক্রমণের হিসেবে শীর্ষে রয়েছে ভারত। মৃত্যুতেও দ্বিতীয় অবস্থানে দেশটি। শনিবার, দেশটিতে সাড়ে ৯শ’ মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। ৬৪ হাজারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯।
প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলে কমেছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় ৭২৬ মৃত্যু আর ৩৯ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটিতে।
এদিকে, তিনমাস পর ইতালিতে সাড়ে ৬শ’ করোনা রোগী শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/এআইএন