করোনায় আক্রন্ত হয়ে খুলনা করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মোঃ আক্তারুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৬ টা ২০ মিনিটে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ১৫ দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। এসময় তিনি বাসায় চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হলে তিনদিন পূর্বে তাকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে পুনরায় তার অবস্থার অবনতি হলে তাকে অবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। তিনি ঝিনাইদহ জেলার নিশ্চিন্তপুর গ্রামের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর মিয়াপাড়া মেইন রোডের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে শেখ আবু নাসের বিশেয়াতি হাসপাতালে মরহুমের গোসল ও কাফনের পর ঝিনাইদহের নিশ্চিন্তপুর গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বুধবার সকালে এনে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি