করোনার দ্বিতীয় পর্যায়ের প্রকোপের ঢেউ বাংলাদেশেও আছড়ে পড়েছে। সারা দেশেই ইতিমধ্যে সনাক্ত হচ্ছে করোনা রোগী। আমাদের খুলনায়ও প্রতিদিন সনাক্ত হচ্ছে। জাতীয় যে কোন দূর্যোগে সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনার আপমর জনগনের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনার মানুষের মাঝে করোনা সচেতনতা বৃদ্ধি ও করোনা থেকে মানুষকে রক্ষা করতে গণসংযোগ ও ফ্রি বিতরণের কাজ শুরু করেছে।
আজ ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় এই গনসংযোগ ও ফ্রি মাস্ক বিতরণ উদ্বোধন করেন সংগঠনের আহবায়ক সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা শেখ মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আজ থেকে প্রতিদিন খুলনা শহরে সাবেক ছাত্রলীগ ফোরাম ফ্রি মাস্ক বিতরন করবে। আজ খুলনার ডাকবাংলো মোড় এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও গণসংযোগ করা হয়।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ হায়দার আলী, নূর-এ-আলম ময়না, মোঃ সাজেদুল হক শামীম, শেখ আতাউর রহমান ববি, সৈয়দ ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ বজলুর রশিদ খোকন, মোঃ আশরাফুল আলম, গোবিন্দ রায়, মোঃ জিয়াউল হাসান, মোঃ মাছুদুর রহমান বাবু, এম.এম. নজরুল ইসলাম, আরবিনা সিকদার অরিণ, দিলারা নাসরিন, এম.ডি. শাহ-আলম প্রমূখ। খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এ হোসেন