করোনা মহামারির ‘সেকেন্ড ওয়েভ’ ঠেকাতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলো স্পেন। একইসাথে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করলো ইউরোপীয় দেশটি।
রবিবার (২৫ অক্টোবর) থেকে কার্যকর হয় সিদ্ধান্তটি। এরফলে, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে কারফিউ। অভ্যন্তরীণ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের এখতিয়ারও পাবেন কর্তৃপক্ষ।
চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের ধাক্কায় ইউরোপের যে কয়টি দেশ ক্ষতির মুখে পড়ে তার মধ্যে অন্যতম স্পেন। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটি কঠোর লকডাউন আরোপ করেছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, পরিস্থিতি চরম খারাপের দিকে যাচ্ছে। এটা গত অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে গুরুতর অবস্থা। তবে এখনই দ্বিতীয়বারের মতো লকডাউনে যাচ্ছে না সরকার।
খুলনা গেজেট/এআইএন