খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

করোনা হলেই পাবেন কলস ভরা টাকা!

গেজেট ডেস্ক

করোনার ধ্বংসলীলায় বিধ্বস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কার্যত মৃত্যুপুরী হয়ে উঠেছে দেশটির নিউইয়র্ক শহর। এই পরিস্থিতিতে গণ সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে সে দেশে রমরমিয়ে চলছে ‘কোভিড-১৯’ পার্টি। করোনা সংক্রমণ বাড়ছে আলাবামা প্রদেশে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো অবস্থা কাহিল প্রশাসনের। এ অবস্থায় করোনা আক্রান্তদের জেনেশুনে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে বেশ কিছু কিশোর। তারা প্রত্যেকেই কলেজ পড়ুয়া।

করোনা আক্রান্তদের ডাকার উদ্দেশ্য, পার্টিতে সবার আগে কে সংক্রমিত হয় তা দেখা। যার শরীরে সবার আগে করোনা ভাইরাস প্রবেশ করবে সে পাবে মোটা অঙ্কের পুরস্কার! এমন পার্টির খবরে তদন্ত শুরু হয়েছে সেখানে। সিটি কাউন্সিলের সদস্য সোন্না ম্যাককিন্সট্রি জানান, কে আগে করোনা সংক্রমিত হবে তা নিয়ে রীতিমতো বাজি ধরা হয়। আয়োজনটাও অদ্ভুত। একটা মাটির কলসে পার্টিতে আসা সবাই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখেন। তারপর করোনা আক্রান্তদের সঙ্গে অবাধে মেলামেশা করতে হয় তাদের। তারপর চলে টেস্ট। দেখা হয় কে কার আগে করোনায় আক্রান্ত হয়েছেন। যিনি সবার আগে সংক্রমিত হবেন তিনি ওই কলসের টাকা পাবেন।

খুলনা গেজেট/এনআইআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!