খুলনায় করোনা ও উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১২৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১১৭ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ২৯ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ২৭ জন ও বাগেরহাট জেলার ২ জন রয়েছে।
খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (১২ মে) দিবাগত রাতে করোনায় শাহনাহ ইসলাম (৫৪) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা মহানগরীর মিয়া পাড়া এলাকার তরিকুল ইসলামের স্ত্রী। গত ৯ মে করোনা আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে বুধবার রাতে মারা যান তিনি। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টা ৩৫ মিনিটে শহিদুল সানা (৫৯) নামে এক রোগির মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর লবনচরা থানাধীন বেকারি পাড়া এলাকার বাসিন্দা শাহান সানার ছেলে।
এর মাত্র ২০ মিনিট আগে বিকাল সোয়া ৫টায় একই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর ৪০/১ ইকবাল নগর এলাকার আঃ জলিলের ছেলে মোঃ জালাল উদ্দীনের (৬০) মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে তিন জন এবং করোনা উপসর্গে একজন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৪ জন।
প্রসঙ্গত, খুলনা করোনা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/ এমএইচবি