করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টার দিকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত কৃষকের নাম জাফরউল্লাহ (৫০)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, ১৫ জুলাই দুপুরের দিকে ওই রোগী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তাঁর কোভিড পরীক্ষার জন্য ২১ জুলাই নমুনা নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে তার কোভিড পজিটিভ ফলাফল আসে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। বিষয়টি সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে জানানো হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, কোভিডের উপসর্গ নিয়ে এ পর্যন্ত এ হাসপাতালে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরে ১১ জনের কোভিড শনাক্ত হয়েছে।
খুলনা গেজেট/এনএম