খুলনার কয়রা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাফিল গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের কুচির মোড়ে এ ঘটনা ঘটে। সে আকফর গাজীর ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে গ্রাম পুলিশ রাজা গাজী বলেন, সাতহালিয়া গ্রামে কুচির মোড়ে নিহত ইসরাফিল গাজীর বাড়ির সাথে চামড়ার দোকানে ফ্যানের রেগুলেটর লাগাতে যেয়ে হাতের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
খুলনা গেজেট/এনএম