খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

কমরেড হাফিজুর রহমান ও টুটু স্মরণে সভা

নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়া ও রাজনীতিক গবেষক বীর মুক্তিযোদ্ধা আশরাফ-উল-আলম টুটু স্মরণে সভা করেছে মৈত্রীর বন্ধন (ছাত্র মৈত্রীর সাবেক নেতাকর্মীদের ফোরাম)। শুক্রবার (১২ ফেব্রæয়ারি) বিকালে খুলনার বিএমএ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্র মৈত্রীর সাবেক নেতা গাজী ওয়াহিদুজ্জামান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট জেলাপরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসিন, বীর মুক্তিযোদ্ধা নূর মোহম্মদ মোড়ল, ডা. আশরাফ আলী, শাহীন জামান পন, শাহিনুর রহমান, মনিরুল হক বাচ্চু, নাজমুল আযম ডেভিড, শেখ আবিদ হোসেন, হাসান গাজী, কাজী গোলাম সরোয়ার, আনোয়ার উস সালেহ, মিজানুর রহমান লিখন,এস এম ইকবাল প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড হাফিজুরর হমান ও আশরাফউল আলম টুটু আজীবন সমাজ মুক্তির স্বপ্ন দেখেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন। তাঁদের মুত্যু প্রগতিশীল আন্দোলনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের শারীরিক মৃত্যু হলে ও গণমানুষের মাঝে বেঁচে থাকবেন। শুধু স্মরণনয়, তাদের সমাজ মুক্তির আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!