খুলনা, বাংলাদেশ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা

কমরেড হাফিজ ভুঁইয়া স্মরণে ওয়ার্কার্স পার্টির কর্মসূচি গ্রহণ

গেজেট ডেস্ক

WPB

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সংগঠনের কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, কমরেড ফারুক মাস্টার, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূইয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হবে। কর্মসূচির মধ্যে পার্টির ফুলতলা উপজেলা কমিটির উদ্যোগে ১২ ফেব্রুয়ারি সোমবার ফুলতলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিতব্য স্মরণ সভায় যোগদান এবং ঐদিন সকাল সাড়ে ১০টায় তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে। এছাড়া কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার স্মরণে আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল পাঁচটায় মহানগর কমিটির উদ্যোগে স্মরণসভা করার সিদ্ধান্ত হয় সর্বসম্মতিক্রমে।

সভায় অপর এক প্রস্তাবে নেতৃবৃন্দ জনজীবনের জীবন ধারণের সংকট মোচনের লক্ষ্যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে অবৈধ মজুদদার মুনাফাখোর ও সিন্ডিকেডের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!