যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন আলম শার্শা উপজেলার শিববাস গ্রামের এলাহী বক্সের ছেলে।
গ্রামবাসী জানায়, ঝিকরগাছায় কপোতাক্ষ নদে দুটি ড্রেজার মেশিন বসিয়ে গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রাম থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিলো একটি চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে বালি উত্তোলনের দায়ে আলমগীর হোসেন আলমকে আটক করা হয়। এরপর সহকারী কমিশনার ভূমি ডা. কাজী নাজিব হাসান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে আলমগীর হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ টি আই