খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মস্টারসহ সাময়িক বরখাস্ত ৩
  এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১২ মে : শিক্ষা মন্ত্রণালয়

কপিলমুনিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে বুধবার সকাল ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা বাজার মনিটরিং করেছেন। এসময় তন্ময় মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, মনমোহিনী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৩৭ (ক) ধারায় কাশপিয়া ফার্মেসিকে ৫ হাজার ও শুভ ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া বিনোদ অয়ের মিল থেকে একই সালের আইনের ৪১ ধারায় ২০ হাজার ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কপিলমুনি বাজার মনিটরিং সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহকারী পরিচালক নাজমুল হাসান।

অভিযানের বিষয়ে উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, ঔষধের দোকান, অয়েল মিল ও মিষ্টান্ন ভান্ডারে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত নানা অব্যবস্থাপনা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ভেজাল সংক্রান্ত বিষয়ে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভেজাল বিরোধী বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!