ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে খুলনা জেলা শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদর থানা শিক্ষা অফিসার মোসা: রুমানাই ইয়াসমিন এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বিপ্লব কুমার সরকার।
অতিথিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সকলকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে বেশি বেশি জানতে হবে। শিশুরাই আগামীতে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের সত্য কথা বলতে হবে এবং মানুষের জন্য ত্যাগ শিকার করতে হবে।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন স্কুলের প্রায় একশত ৫০ শিক্ষার্থী অংশ নেন। খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
খুলনা গেজেট/এমএইচবি