খুলনা, বাংলাদেশ | ৬ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

Breaking News

  শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতে আপিল পুনরুজ্জীবিত করলেন আপিল বিভাগ, এ আদেশের ফলে জামায়াতের আইন লড়াইয়ের পথ খুলে গেল
  নাটোরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তি নিহত
  সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে খুলনা জেলা শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সদর থানা শিক্ষা অফিসার মোসা: রুমানাই ইয়াসমিন এবং জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক বিপ্লব কুমার সরকার।

অতিথিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে সকলকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে বেশি বেশি জানতে হবে। শিশুরাই আগামীতে সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের সত্য কথা বলতে হবে এবং মানুষের জন্য ত্যাগ শিকার করতে হবে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন স্কুলের প্রায় একশত ৫০ শিক্ষার্থী অংশ নেন। খুলনা জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!