যশোর শিক্ষাবোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে গত ১৫ সেপ্টেম্বর নড়াইলের তিনটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই দিন বাংলা প্রথম পত্রের স্থলে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন বিতরণ করা হয়। বড় ধরণের এ ভুলের কারণে রোববার শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর সিরাজুল ইসলাম ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এম আর জাকারিয়াকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কার্যদিবস অথবা পনের কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত রিপোর্ট জমা দেবার কথা বলা হয়েছে। তবে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন বিদ্যালয় পরিদর্শক প্রফেসর সিরাজুল ইসলাম।
তিনি জানান, এরই মধ্যে নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তার কথা হয়েছে। এরপর সংশ্লিষ্ট বিদ্যালয় ও নড়াইলের জেলা প্রশাসকের সাথে কথা বলে তিনি প্রতিবদন জমা দেবেন। প্রফেসর সিরাজুল ইসলাম জানান, প্রশ্নপত্র বিতরণের ভুল বোর্ডের নয়, এ ভুল বিজি প্রেসের। নির্দিষ্ট পরক্ষীরা প্রশ্নপত্রে অন্য বিষয়ের প্রশ্ন ঢোকানো ছিল।
এ বিষয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এটি শিক্ষাবোর্ডের অভ্যন্তরিন তদন্ত। বিষয়টি তারা তদন্তের মাধ্যমে স্পষ্ট হতে চাচ্ছে, সমস্যা কোথায়।
তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে কিছুই বলতে চাননি শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব। তিনি শুধুমাত্র জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে যশোর শিক্ষাবোর্ডের অধিনে বাংলা দ্বিতীয়পত্রে এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীতে এ পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ।
খুলনা গেজেট/ টি আই