নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট বাইপাসে ট্রাকের ধাক্কায় এসআই আব্দুল হকের নিহতের ঘটনায় ট্রাকের দু’ হেলপার কে আটক করেছে র্যাব-৬। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তাদের ফুলতলা উপজেলার উত্তর আলকা থেকে আটক করা হয়। এর আগে ৮ সেপ্টেম্বর এসআই মো. ইসতিয়াক আহম্মেদ বাদী হয়ে খানজাহান আলী থানায় ট্রাক চালক মোঃ মিজানুর রহমান, হেলপার মোঃ ইমরান হাওলাদার ও মোঃ ইমন মোল্যাকে আসামী করে থানায় মামলা করেন।
আটক হওয়া ট্রাকের দু’ হেলপার হলেন, মোঃ ইমরান হাওলাদার ও মোঃ ইমন মোল্লা।
মামলার তদন্ত কর্মকর্তা ও খানজাহান আলী থানার ওসি তদন্ত মোঃ কবির হোসেন জানান র্যাবের হাতে আটক হওয়া দু’ হেলপারকে শুক্রবার বেলা ৩ টার সময় খানজাহান আলী থানায় হস্তান্তর করে র্যাব। ওই দিন আসামিদেরকে আদালতে নেওয়া হয়।
আদালতে হেলপার মো: ইমন মোল্লা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় তিনি বলেন, ট্রাকের হেড লাইট একটা বন্ধ ছিলো এবং অপরটিতে আলো কম থাকায় তারা ঠিকমতো দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশের পোষাক দেখে ট্রাক রেখে পালিয়ে যায়, চালক মো: মিজানুর রহমান। তিনি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য ৭ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে আফিলগেটের বাইপাসে পেট্রোল ডিউটিকালীন রাত ১২টায় বিকেএসপির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় এস আই আব্দুল হক নিহত হয়।
খুলনা গেজেট/এসজেড