খুলনা, বাংলাদেশ | ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৫২ বছরে দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরে
  আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি থাকছে স্কুল-মাদ্রাসা
  হিট স্ট্রোকে এক সপ্তাহে ১০ জনের মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

এলপিজি সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার উদ্যোগে আজ ২ সেপ্টেম্বর বিকেল ৫টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স।

সমাবেশ পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, অরুণা চৌধুরী, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা সুতপা দেবজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, জাহানারা আক্তারী, অ্যাড. নিত্যানন্দ ঢালী, রঙ্গলাল মৃধা, রুস্তম আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান রাসেল, এস এম চন্দন, তোফাজ্জেল হোসেন, কিংশুক রায়, অশোক বিশ্বাস, হুমায়ুন কবির, কামরুল ইসলাম খোকন, রিয়াজুর রহমান, যুবনেতা আফজাল হোসেন রাজু, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ধীমান বিশ্বাস, শেখ রবিউল ইসলাম রবি, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, রামপ্রসাদ রায়, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।

সমাবেশে প্রধান বক্তা বলেন, চাল, তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ জনগণের উপর আরেক আঘাত হলো এলপিজি সিলিন্ডারের গ্যাসের মূল্যবৃদ্ধি। অযৌক্তিকভাবে গত দু’মাসে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২০০ টাকা বাড়িয়ে ব্যবসায়ীদের খুশি করা হলো।

তিনি বলেন, স্বয়ং সরকারি সংস্থাই বলেছে বড় জাহাজে বিদেশ থেকে গ্যাস আনলে সিলিন্ডার প্রতি ৩০০/৪০০ টাকা কামনো যেত। সরকার সে পথে না যেয়ে সাধারণ মানুষের বিপথেই অবস্থান নিয়েছেন। তিনি জানতে চান, সরকারিভাবে উৎপাদিত সাড়ে ১২ কেজি গ্যাস যার দাম ৫৯১ টাকা, ঐ সিলিন্ডার পায় কারা ? তিনি ঐ গ্যাস সিলিন্ডার পরিকল্পিতভাবে দরিদ্র মানুষকে দেওয়ার ও সরকারিভাবে সিলিন্ডার গ্যাস উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুন মাসে সাড়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ৮৪২ টাকা নির্ধারিত হলেও কোনো ব্যবসায়ী তা মানেনি। এরা না মেনেই আবার গণশুনানীর আবেদন করেছে, যা অনৈতিক, অযৌক্তিক। আমরা গণশুনানীতে প্রমাণ করেছিলাম, এই সিলিন্ডারের দাম ৭০০ থেকে ৭৫০ টাকার বেশি হয় না। তিনি সাধারণ মানুষকে স্বস্তি দিতে সঠিক মাপে নিরাপদ গ্যাস সিলিন্ডার ও সাশ্রয়ী মূল্যে সরবরাহের দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!