খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

এবার বাবার সিনেমায় ভাবনা

বিনোদন ডেস্ক

চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্পর্কে এরা বাবা-মেয়ে। দীর্ঘদিন ধরে দুজনই অভিনয় এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট। তারপরও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনো। এবার প্রথমবারের মতো বাবার নির্দেশনায় বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন ভাবনা। সিনেমার নাম ‘যাপিত জীবন’।

এ প্রসঙ্গে নির্মাতা হাবিব বলেন, ‘এই সিনেমার জন্য ভাবনাকেই প্রয়োজন। অভিনয় জানা একজন অভিনেত্রী দরকার। ভাবনাকে দেখেছি কাজ করতে গিয়ে সে তার কাজ নিয়ে গবেষণা করে। নিজেকে সেভাবে প্রস্তুত করে যা অনেক তারকাই করেন না।’

তিনি আরও বলেন, ‘ভাবনা চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে অভিনয় করে। আমার মনে হয়েছে এই চরিত্রে যদি ভাবনাকে পাওয়া যায় তাহলে সে চরিত্রটা ভালোভাবে রূপায়ণ করতে পারবে। অভিনেত্রীর জায়গা থেকেই ভাবনাকে সিলেক্ট করেছি, বাবা হিসেবে নয়।’

বাবার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে ভাবনার ভাষ্য, ‘ক্যারিয়ারের শুরুতে আমি আমার মতো করে কাজ করেছি। বাবা আমাকে ব্রেক দিক বা কারো সঙ্গে পরিচয় করিয়ে দিক সেটা চাইনি। কিন্তু এবার আর বাবাকে ফিরিয়ে দিতে পারিনি। মূলত গল্পের কারণে আমি আব্বুর কাজটি করতে রাজি হয়েছি।’

আশনা হাবিব ভাবনা

২২ নভেম্বর থেকে রাজবাড়ীতে শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী বছরের জানুয়ারির মধ্যে শুটিং শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারির মধ্যে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। ২০২৩ সালের জুন-জুলাইয়ের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি এমনটাই জানালেন নির্মাতা।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় ভাবনার বিপরীতে অভিনয় করবেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়াও অভিনয় করবেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ আরও অনেকে।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!